আলমডাঙ্গার ঘোষবিলায় জামজামি ইউনিয়ন যুবলীগের দ্বিবার্ষিকসম্মেলন অনুষ্ঠিত

 

জামজামি প্রতিনিধি: বিএনপি-জামায়াত জোট তথা খালেদা জিয়াকে দেশবাসী আর বিশ্বাস করেনা। কারণ খালেদা জিয়ার সরকার ক্ষমতায় এলে এ দেশে খাদ্য, সার, বিদ্যুতসহ নিত্যপ্রয়োজনীয় বস্তুর সংকট দেখা দেয়। লুটপাট করায় বিএনপির বড় কাজ। বিএনপি চোরের দল! তাদের কথা কাজের সাথে কোনো মিল নেই। তারা কথায় কথায় আন্দোলনের ভয় দেখায়। গত ৫ জানুয়ারি তারা জাতীয় সংসদনির্বাচন ভণ্ডুল করার ডাক দিয়েছিলো- দেশবাসী সে ডাকে সাড়া দেয়নি। দেশবাসী আ.লীগ তথা শেখ হাসিনার মহাজোট সরকারকে বিশ্বাস করে।কারণ আ.লীগ যা বলে তা করে দেখায়। আলমডাঙ্গার ঘোষবিলা স্কুল মাঠে ইউনিয়ন যুবলীগের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। তিনি তার বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। জেলা যুবলীগের সদস্য শাহারুজ্জামান শাহানুরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আ.লীগ সভাপতি হাসান কাদির গণু মিয়া, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আসাদুজ্জামান মনির, মহিবুল ইসলাম খান, আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন। আ.লীগ নেতা শহিদুল ইসলাম কটার উপস্থাপনায় বক্তব্য রাখেন জামজামি ইউনিয়ন আ. লীগ সাধারণ সম্পাদক রাহাব উদ্দিন, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ, সাজ্জাদুল ইসলাম স্বপন, জেলা যুবলীগ নেতা আব্দুল কাদির, শাহীন রেজা, আব্দুল হামিদ, রিপন শাহ, মিজানুর রহমান, শ্যামল কুমার, আলমডাঙ্গা উপজেলা আ.লীগের মাসুদ রানা তুহিন, ইজাল উদ্দিন প্রমুখ। দ্বিবার্ষিক সম্মেলন শেষে নেতৃবৃন্দের উপস্থিতিতেই সর্ব সম্মতিক্রমে ডা. আসাদুজ্জামান ডেভিড সভাপতি ও মো. রতন শাহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট জামজামি ইউনিয়ন যুবলীগের দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়।