স্টাফ রিপোর্টার:কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদেরসিদ্দিকী বলেছেন, হাসিনা বেশি দিন থাকবে না। আওয়ামী লীগও থাকবে না।ডিসেম্বর পর্যন্ত থাকবে কিনা সন্দেহ। গতকালশনিবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দরউপজেলার কলাগাছিয়া বাজার মাঠে উপনির্বাচনে নিজ দলের প্রার্থী শফিকুল ইসলামদেলোয়ারের পক্ষে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কাদের সিদ্দিকী বলেন, উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান, আরতার পক্ষে কাজ করছে আওয়ামী লীগ। নৌকা যখন ডুববে তখন লাঙ্গলসহ সবাইএকসঙ্গেই ডুববে। তিনি বলেন, শাপলা চত্বরে আওয়ামী লীগ যেভাবে আলেমদের হত্যাকরেছে। রক্তে রঞ্জিত করেছে। ফোরাতের তীরেও ঈমাম হোসেনের বাহিনীর এতো রক্তঝরে নাই। কারণ ঈমাম হোসেনের সৈন্য কম ছিলো। সভা শেষে কাদের সিদ্দিকীনবীগঞ্জ বাসস্ট্যান্ড ও বন্দর বাসস্ট্যান্ড চৌরাস্তায় স্থানীয়কৃষক-শ্রমিক-জনতা লীগ আয়োজিত পথসভাতেও বক্তৃতা করেন। আগামী ২৬ জুননারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আসনটির সংসদসদস্য নাসিম ওসমান মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশন উপনির্বাচনের তারিখ ঘোষণাকরেছে।