স্বামীগৃহে নিতে না পেরে শাশুড়ি ও স্ত্রীকে মারপিট

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: শারীরিক অসুস্থতার কারণে স্বামীগৃহে যেতে রাজি না হওয়ায় স্ত্রী ও শাশুড়িকে মেরে মারাত্মক আহত করা হয়েছে। গত শুক্রবার বেলা ৪টার দিকে জীবননগর উথলী ইউনিয়নের দেহাটি সংখ্যালঘু এলাকার পালপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেও অভিযুক্তকে ধরতে পারেনি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দেহাটি পালপাড়ার বিজয় পালের মেয়ে শিখা রানী (২৩) সম্প্রতি অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করে। তার স্বামীসন্তানসহ স্ত্রীকে নিয়ে যেতে চাইলে তার স্ত্রী শারীরিক অসুস্থতার কারণে যেতে আপত্তি করে। এ ঘটনায় প্রতিবেশী মৃত সানোয়ার হোসেনের স্বামী পরিত্যক্তা স্ত্রী রাশেদা খাতুন ও তার ছেলে ফরিদ হোসেন আপত্তিকর কথা বলে। বিজয় পালের স্ত্রী ও তার অসুস্থ মেয়ে প্রতিবাদ করায় ফরিদ ও তার মা রাশেদা খাতুন বাড়ির মধ্যে অনধিকার প্রবেশ করে অসুস্থ শিখা রানী ও তার মাকে লাথি, কিল,ঘুষি ও দলে চটকে আহত করে। আহতদের প্রতিবেশীরা উদ্ধার করে জীবননগর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। গতকাল বিকেলে বিজয় পাল বাদী হয়ে এ ব্যাপারে জীবননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তদের ধরতে অভিযান চালায়। পালিয়ে যাওয়ায় ধরতে পারেনি।