সাবেক প্রেমিকের বিরুদ্ধে প্রীতি মামলা

 

মাথাভাঙ্গা মনিটর: সাবেক প্রেমিক এবং শিল্পপতি নেস ওয়াদিয়ারের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তা।প্রীতিরঅভিযোগ, ৩০ মে দক্ষিণ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ম্যাচচলাকালীন গাড়ওয়ারে প্যাভেলিয়নে চলে আসেন ওয়াদিয়ার। সকলের সামনে অকথ্যভাষায় কথা বলে প্রীতির হাত ধরে টানেন তিনি। গতবৃহস্পতিবার রাতে মেরিন ড্রাইভথানায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। শুধু শ্লীলতাহানি-ই নয়, হুমকি ওখারাপ ব্যবহারেরও অভিযোগ করেছেন কিংস ইলেভেন পঞ্জাব ক্রিকেট টিমের মালকিন।প্রীতির অভিযোগের ভিত্তিতে নেস ওয়াদিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুসারে ৩৫৪, ৫০৪ ও ৫০৯ ধারা আরোপ করা হয়েছে।উল্লেখ্য, ওই দিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিংগস ইলেভেন পঞ্জাব ও চেন্নাই সুপার কিংগসেরম্যাচ ছিলো।