মাথাভাঙ্গা মনিটর: স্পেন-নেদারল্যান্ডস ম্যাচেরই যেন পুনরাবৃত্তি হলো উরুগুয়ে-কোস্টারিকাম্যাচে। তবে গোলের ব্যবধানটা কিছুটা কম। স্পেনের মতোই বিতর্কিত পেনাল্টিথেকে গোল পেয়ে এগিয়ে যায় উরুগুয়ে। তবে লড়াকু মনোভাবের কোস্টারিকাকেম্যাচে ফিরতে খুব একটা বেগ পোহাতে হয়নি। বেশ সাচ্ছন্দেই বড় জয় তুলে নিয়েছেতারা। গত রাতের দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ৩-১ গোলে হারিয়েছে কোস্টারিকা।