স্টাফ রিপোর্টার: নোয়াখালী ও সাতক্ষীরায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে। নোয়াখালীরবেগমগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধেবাহিনী প্রধান আবুল বাশারনিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের দু এসআইসহ ৪ জন আহত হয়েছে। গতশুক্রবার রাতদেড়টার দিকে আলাইয়াপুর ইউনিয়নের যোগীখালি পোল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুলবাসার (৪৫) উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের গোলাম মোস্তফারছেলে ও আলাইয়াপুরের সাবেক মেম্বার। পুলিশের দাবি, তিনি শীর্ষ সন্ত্রাসীছিলেন।আহত পুলিশ সদস্যরা হলেন- বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জসিমউদ্দিন, এসআই মোস্তফা, কনেস্টবল কলপ চাকমা ও দিদার। আহতদের স্থানীয়ভাবেচিকিৎসা দেয়া হচ্ছে।
অপরদিকে সাতক্ষীরায়বন্দুকযুদ্ধেমো. ইসলামমোড়ল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতশুক্রবার ভোর ৪টার দিকে সাতক্ষীরাসদর উপজেলার যশোর-সাতক্ষীরা সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানারওসি মো. ইনামুল হক জানান, গত বৃহস্পতিবার রাতে পুলিশ নিয়মিত টহলে বেরহয়। যশোর-সাতক্ষীরা সড়কে যাত্রীবাহী বাসে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতিনিচ্ছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। টের পেয়ে ডাকাতরা বোমা ফাঁটিয়েপালানোর চেষ্টা করে। এসময় পুলিশ গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ইসলাম মোড়ল নিহত হয়।নিহতের বিরুদ্ধে ১১টি মামলারয়েছে বলে ওসি জানান।