পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্সের হাতেগ্রেপ্তার নারায়ণগঞ্জের সাত খুনের মূল হোতা নূর হোসেনকে বারাসতের আদালতেহাজির করা হবে আজ রোববার। রোববার সাপ্তাহিক ছুটির দিন হলেও বিশেষ আদালতে তাকে হাজির করেজিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়ার অনুমতি চাইবে পুলিশ। সকালে তারস্বাস্থ্য পরীক্ষা করা হয় হাসপাতালে। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১১টারদিকে কলকাতার নেতাজী সুভাস চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেবাগুইহাটির একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে একটিরিভলবার ও কয়েক রাউন্ড গুলি পাওয়া যায় বলে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকেজানানো হয়। নূর হোসেন কিছু দিন ধরে ওই এলাকার একটি বহুতল ভবনের পাঁচতলায়একটি ফ্ল্যাটে থাকতেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, নূর হোসেন ওই ফ্ল্যাটেথাকার সময় আশপাশের লোকজন জানতেন তিনি চিকিৎসার জন্য সেখানে আছেন। গোপনতথ্যে তার গতিবিধি অনুসরণ করে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। নূরহোসেনকে গ্রেপ্তারে ইন্টারপোলের পরোয়ানা জারির পর কলকাতা পুলিশের বিশেষটাস্কফোর্স তাকে গ্রেপ্তারে চেষ্টা চালায়।