দৌলতপুরে প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাঙচুর : ২৫ লাখ টাকার মালামাল লুট

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পল্লিতে একটি হত্যামামলার আসামিদের বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা ওভাঙচুর করেছে। এ সময় তারা নগদ টাকা হালের গরুসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। নতুন করে প্রতিপক্ষের হামলার ভয়ে প্রায় ২০টি পরিবারের সদস্যরা বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানায়, গত বুধবার সংগ্রামপুর গ্রামে একটি নসিমন চুরির ঘটনাকে কেন্দ্র করে কৃষক সাইফুল খুন হয়। এ হত্যাকাণ্ডের পর ১৫ জনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা করা হয়।দৌলতপুর থানা পুলিশ এ মামলার দু আসামি আমির হামজা ও নিয়াত আলীকে গ্রেফতার করলে অন্যান্য আসামিরা পালিয়ে যায়। এ সুযোগে শুক্রবার সংগ্রামপুর গ্রামের মাদার, খেজের, লিটন ও নুর ইসলামের নেতৃত্বে ২৫/৩০ জন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে এনামূল, প্রবাসী হায়দার আলী, আরজেত আলী, আমীর হামজা, আবু হোসেন, লালচাঁদ, নিলচাঁদ, নওশের, নিয়াত আলী, আনোয়ার ও হাবিবের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটতরাজ চালায়। এ সময় তারা নগদ দেড় লাখ টাকা, ৫টি পাউয়ারট্রিলার, ২টি মোটরসাইকেল, ৭টি হালের গরু ও স্বর্ণালঙ্কারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। কুয়েত প্রবাসী হায়দার আলীর স্ত্রী নারগিস আকতার ক্ষোভ প্রকাশ করে বলেন, তার স্বামী বিদেশ থাকেন। অথচ তার বাড়িতেও হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। নতুন আবারো হামলার ভয়ে প্রায় ২০টি পরিবারের সদস্যরা বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে গেছে।দৌলতপুর থানার ওসি এনামূল হক জানান, সেখানে হত্যাকাণ্ডের পর লুটপাটের কথা শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।