দর্শনা অফিস: ফেনসিডিল পাচারের সময় ডিঙ্গেদহ মানিকদিহির মিজান বিজিবির হাতে ধরা পড়েছে। গতকাল তাকে দর্শনা হল্টস্টেশন এলাকা থেকে মোটরসাইকেলসহ আটক করা হয়। তার নিকট থেকে উদ্ধার করা হয় ১শ ২০ বোতল ফেনসিডিল। বিজিবি জানিয়েছে গতকাল শনিবার ভোরে এ অভিযান চালানা হয়।
জানা গেছে,গতকাল শনিবার ভোর ৫টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার আলীহোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা হল্টস্টেশন এলাকায়। বিজিবি সদস্যরা ওই এলাকা থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ মানিকদিহি গ্রামের নুর ইসলামের ছেলে মিজানুর রহমানের (৪০) মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি অভিযান চালান। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে মিজানুরের ব্যবহৃত লাল রঙের ১শ সিসি ভিক্টর মোটরসাইকেলে অভিনব কৌশলে রক্ষিত অবস্থায় ১শ ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ ঘটনায় হাবিলদার আলী হোসেন বাদী হয়ে গতকালই দামুড়হুদা থানায় আটককৃত মিজানুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।