খবর:(স্বামীর নির্যাতনের শিকার বিষ্ণুপুরের মর্জিনাকে হাসপাতালে ভর্তি)
বউ স্বামীতে কেবলই হয়
কথা কাটাকাটি,
এসব নিয়ে পাড়ায় পাড়ায়
চলে ঘাটাঘাটি।
হাতাহাতি মাঝে মাঝে
পরে লাঠালাঠি,
কী ভয়ানক ভীষণ ভয়াল
তুমুল ফাটাফাটি।
মামলা গড়ায় আদালতে
বাড়লো হাঁটাহাঁটি,
অবশেষে কাজি তলব
তালাক ছাটাছাটি।
-আহাদ আলী মোল্লা