জীবননগর ব্যুরো: জীবননগর লক্ষ্মীপুর মিলপাড়ায় অজ্ঞাত মানসিক প্রতিবন্ধীর (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। জীবননগর থানা পুলিশ খবর পেয়ে গত শুক্রবার বিকেলে এ লাশ উদ্ধার করে এবং মৃত্যুর কারণ উদঘাটনে গতকাল শনিবার ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা হাসপাতালমর্গে প্রেরণ করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত এক মানসিক প্রতিবন্ধী দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর মিলাপাড়া এলাকায় ঘোরাঘুরি করে থাকে। সে প্রতিবন্ধী হওয়ায় এলাকার সবাই তার খোঁজখবর নিতো এবং খাবার সরবরাহ করতো। গত শুক্রবার জুম্মার নামাজ পড়ে এলাকাবাসী বাড়ি ফেরার সময় মতিয়ার রহমানের ভাই ভাই রাইচমিলের সামনে ওই মানসিক প্রতিবন্ধীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে জীবননগর থানায় খবর দেয়। এসআই সুব্রত ঘটনাস্থলে যেয়ে তার লাশ উদ্ধার করে থানায় নেয়। মৃত্যুর কারণ জানতে লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে পাঠানো হয়। এলাকাবাসীর ধারণা তীব্র গরমে হিটস্ট্রোকে তার মৃত্যু হতে পারে।