জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের রাসেল হোসেন মুন্না নামে এক ছাত্রলীগকর্মী দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছে। গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার উথলী বাজারে এ হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের আবু জাফরের ছেলে রাসেল হোসেন মুন্না (২৪) শুক্রবার রাত ৯টার দিকে উথলী বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলো। সে সেনেরহুদা রেল গেটের নিকট পৌঁছুলে পূর্ব থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তার গতি রোধ কোরে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে যশোর সদর হাসপাতালে এবং পরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের পিতা আবু জাফর জানান, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশে কুপিয়ে আহত করেছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আহম্মেদ জানান, জামায়াত-শিবিরের লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।