চুয়াডাঙ্গার খাড়াগোদায় জমি জায়গা সংক্রান্ত ঘটনায় একজনে কুপিয়ে জখম

 

 

স্টাফরিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের খাড়াগোদা গ্রামে জমি জায়গা সংক্রান্ত ঘটনার জের ধরে দুভাগ্নের হাতে মামা রক্তাক্ত জখম হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে বলে মামা আকিব জানিয়েছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা গ্রামের ছদেক আলীর ছেলে আব্দুস ছালাম আকিবের অভিযোগে জানাযায়, জমিজায়গা সংক্রান্ত ঘটনার জের ধরে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বড় ভাই রকিবের মদদে ভাগ্নে ছানোয়ার হোসেনের ছেলে কামাল হোসেন ও বাবুল হোসেন বাড়িতে ঢুকে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায় প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারীরা আকিবকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়। তাকে উদ্ধার করে ভর্তি করা হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। এ ঘটনায় আকিব চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেছে বলে জানায়।