গাংনী থানায় ওপেন হাউজ ডে

 

 

গাংনী প্রতিনিধি: এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মেহেরপুরের গাংনী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে থানা চত্বরে আয়োজিত ওই অনুষ্ঠানে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন এলাকাবাসী। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ। বিশেষ অতিথি ছিলেন ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন কাজিপুর ইউপি সদস্য মহিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক রেজাউল হক, সাংবাদিক ফারুক হোসেন, মাজেদুল হক মানিক প্রমুখ। উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।