গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী থানাপাড়া থেকে তিনটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে ব্যবসায়ী আকমল হোসেনের বাড়ির সামনে থেকে গাংনী পুলিশ বোমাগুলো উদ্ধার করে প্রাথমিক নিষ্ক্রীয় করে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, ঘটনাস্থলে একটি প্লাস্টিকের ব্যাগে বোমাগুলো দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। গাংনী থানার এসআই সুশান্ত কুমার বোমাগুলো উদ্ধার করে পানি-বালি ভর্তি পাত্রে প্রাথমিক নিষ্ক্রীয় করেন। চাঁদার দাবিতে দুর্বৃত্তরা বোমাগুলো রাখতে পারে বলে ধারণা করছে পুলিশ।