মাথাভাঙ্গা মনিটর: ইউক্রেনেরলুগানেস্ক বিমান বন্দরে অস্ত্রধারীদের বিমান বিধ্বংসী ভারি মেশিনগানেরগুলিতে কিয়েভের একটি সামরিক পরিবহন বিমান ভূপাতিত হয়ে ৪৯ ব্যক্তি নিহতহয়েছে। গতকালশনিবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।ভূপাতিতহওয়ার সময়ে সেনা, যন্ত্রপাতি এবং খাদ্য সামগ্রী বহন করছিলো সাবেক সোভিয়েতইউনিয়নের আমলে তৈরি সুপরিসর সামরিক পরিবহন বিমান আইএল-৭৬। অবশ্য ঘটনার সময়েবিমানটি কতো সেনা বহন করছিলো সে সংখ্যা এখনো জানান হয়নি। চার ইঞ্জিনেরআইএল-৭৬ বিমানে সাত জন ক্রু থাকে এবং এটি ১৬৭ জন সেনা এবং তাদের জন্যপ্রয়োজনীয় অস্ত্র বহন করতে পারে।গত মাসের গণভোটের জের ধরে দোনেস্ক এবংলুহানস্ক অঞ্চলের রুশপন্থি অস্ত্রধারীরা স্বাধীনতা ঘোষণার পর তাদেরবিরুদ্ধে সেনা অভিযানে নেমেছে ইউক্রেন এবং এ অভিযানে এ পর্যন্ত শত শতযোদ্ধা ও বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। অবশ্য এর আগে কিয়েভ বাহিনী একদিনেএতো ব্যাপক ক্ষতির মুখে পড়েনি।