মাথাভাঙ্গা মনিটর: ব্রাজিলবিশ্বকাপের দ্বিতীয় দিনে গ্রুপ পর্বের খেলায় ৩-১ গোল অস্ট্রেলিয়াকেহারিয়েছে চিলি। গত শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৪টায় শুরু হওয়া ৯০মিনিটের লড়াইয়ে অ্যালেক্সিস সানচেজ ও ভালদিভিয়ার দুই গোলে সহজ জয় তুলে নেয়চিলি। অস্ট্রেলিয়ার হয়ে টিম কাহিলের প্রথমার্ধের গোল কেবল ব্যবধানই কমায়।২-১গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলেও দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়েওঠে অস্ট্রেলিয়া। অন্যদিকে ১৬ বছর পর ফুটবলের বিশ্বমঞ্চে আসা চিলিপ্রথমার্ধের মতো ম্যাচে নিয়ন্ত্রণ রাখতে না পারলেও ইনজুরি টাইমে অতিরিক্তখেলোয়াড় বসেজুর দলের পক্ষে তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন। সানচেজ,ভিদাল,ইসলা ও ভালদিভিয়ার পাসিং ফুটবলে বল পজেশনে কিছুটা এগিয়ে থাকলেওগোলের দ্বিতীয়ার্ধে সুযোগ তৈরিতে ব্যর্থ হয় চিলি।কিন্তু ২-০ গোলেপিছিয়ে পড়া অস্ট্রেলিয়া কয়েকবার পাল্টা আক্রমণে যেয়ে ব্যর্থ হলেও,৩৫মিনিটে গোলের দেখা পায়। ফ্রাঞ্জিকের পাস থেকে সহজেই বল জালে জড়ান টিমকাহিল। অপরদিকে বল পজেশন ধরে রেখে একের পর আক্রমণ করে চলে চিলি।