মেহেরপুর অফিস: সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, চোরাচালান প্রতিরোধসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।কুষ্টিয়ার মিরপুর-৩২ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মাহমুদ হোসেন ও ভারতের বহরমপুর-১৫ ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড ব্রিজ মোহন নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন। এর আগের দিন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ইছাখালী সীমান্তের কাছে গরু চরাবার সময় ২জন বিএসএফ বাংলাদেশের মধ্যে প্রবেশ করে গরু ধরে নিয়ে যাবার চেষ্টা করে। ওই সময় গ্রামবাসীরা সমবেত হয়ে একজন বিএসএফকে আটক করে। তাকে মারধর করে পরে ছেড়ে দেয়া হয়। এঘটনার জের ধরে পতাকা বৈঠকের উদ্যোগ নেয়া হয়।