মেহেরপুর অফিস: গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করায় মেহেরপুরের ৮ জনকে মূল্যায়ন পুরস্কার প্রদান করা হয়। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত মূল্যায়ন পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির সহসভাপতি নূরুল আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাইদুর রহমান। বক্তব্য রাখেন মেহেরপুর থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান মালেক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. পল্লব ভট্টাচার্য, নাট্য উৎসবের আহ্বায়ক আব্দুল ওয়াদুদ, শিল্পকলা একাডেমির কোষাধ্যক্ষ আশরাফ মাহমুদ, প্রশিক্ষক শ্বাশত নিপ্পন চক্রবর্তী, অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবের, মৃত্তিকা থিয়েটারের সভাপতি মানিক হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শেষাংশে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করায় মেহেরপুরের ৮ জনকে মূল্যায়ন পুরস্কার প্রদান করা হয়। এরা হলেন- শেরে বাংলা পদকে ভূষিত মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, প্রশিক্ষক আশরাফ মাহমুদ, নাট্য উৎসবে কৃতিত্ব প্রদর্শনের জন্য অনামিকা সুলতানা লাজুক ও তীর্থ সাহা এবং মার্কস অল রাউন্ডার প্রতিযোগিতায় যশোর জোনের সিলেকশন রাউন্ডে শ্রেষ্ঠত্ব অর্জন করায় লামিয়া ফারজানা হৃদি ও তার বোন মায়শা ফারজানা ঐশি, শান্ত ও পলাশী।