মাথাভাঙ্গা মনিটর: ব্রাজিলে মেসি-আগুয়েরোদের জন্য কি অপেক্ষা করছে,এর একটা আভাস পেল তারা। অনুশীলনে ব্রাজিল সমর্থকদের কাছ থেকে দুয়ো পেয়েছেলিওনেল মেসি আর সের্হিও আগুয়েরোদের আর্জেন্টিনা।বেলো হরিজন্তেতে গত বুধবার আর্জেন্টিনার অনুশীলন দেখতে ৫ হাজার ফুটবলপ্রেমীহাজির হয়েছিলো। এদের মধ্যে ছিলেন স্থানীয়রাও। মেসি-আগুয়েরোরা মাঠে পৌঁছুতেইতাদের অনেকেই দুয়ো দিতে থাকে।বিষয়টি চরমে পৌঁছে মেসিরা বুট আর জার্সি পরে মাঠে নামলে। তবে মাথা ঠাণ্ডারেখেছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। অনুশীলন শুরুর আগে নিজেদের সমর্থকদের হাতনেড়ে অভিনন্দনের জবাব দেন তারা। রোববার ব্রাজিলেরঐতিহ্যবাহী স্টেডিয়াম মারাকানায় বিশ্বকাপ অভিষিক্ত বসনিয়া ও হার্জেগোভিনারবিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেসিদের অভিযান।