মালিতে বোমা হামলায় শান্তিরক্ষা মিশনের ৪ সদস্য নিহত

 

মাথাভাঙ্গা মনিটর: লিতে আত্মঘাতি বোমা হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের চার সদস্য নিহত হয়েছে। গতবুধবার বিকেলে দেশটির উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে।হামলাকারীদেরসনাক্ত করা যায়নি। তবে আল-কায়েদাকে সন্দেহ করা হচ্ছে। নিহতরা সবাই কানাডারনিরাপত্তা বাহিনীর সদস্য। তারা জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা মিশনে কর্মরতছিলেন। হামলায় আরো ১০ জন গুরুতর আহত হয়েছেন। যাদের মধ্যে ছয়জন মিশন সদস্য ওচারজন মালির নাগরিক।এদিকে, এ ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করে এরতীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কী মুন ও শান্তি মিশনেরপ্রধান আলবার্ট কোয়েনডারস। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানানতারা। এ ধরণের হামলা দেশটিতে শান্তি প্রতিষ্ঠার কাজকে ব্যাহত করবে বলেউল্লেখ করেছেন মুন ও আলবার্ট।