খাদিমপুর প্রতিনিধি: শুরু হয়েছে বিশ্বকাপ,আনন্দের জোয়ারে ভাসছে ফুটবলপ্রেমীমানুষ। আনন্দে ভাসছে বাংলাদেশও। সেই ছোয়া লেগেছে বটিয়াপাড়া-শিয়ালমারী স্কুলমাঠে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় আলমডাঙ্গার শিয়ালমারী-বটিয়াপাড়া হাইস্কুলমাঠে দু গ্রামের যুব সম্প্রদায়ের উদ্যোগে আনন্দময় পরিবেশে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলার মাঠে প্রধান অতিথি ছিলেন মো. জামসেদুর রহমান জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন আসাদুজ্জামান,ইউনিয়ন যুবলীগ নেতা সাবান মাহমুদ, জেলা ছাত্রলীগ নেতা শিমুল। আরও উপস্থিত ছিলেন খোকন,আশাবুল, ইসলাম,শিমুল, হাসান, নান্নু, রাজিব, ফয়সাল, আশিক, রফিকুল প্রমুখ। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।