মাথাভাঙ্গা মনিটর: প্রায়ছয় মাস বন্ধ থাকার পরে পাকিস্তারের মাটিতে ফের ড্রোন আক্রমণ শুরু করলমার্কিন সেনা। গতবৃহস্পতিবার মধ্যরাতে উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানেপরপর দু’টি ড্রোন আছড়ে পড়েছে। এদিনের আক্রমণে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।এরমধ্যে তিন জন জঙ্গি হলেও বাকিরা সাধারণ মানুষ বলে জানা গেছে। যদিওসরকারিভাবে এ সম্পর্কে কিছু জানানো হয়নি।কয়েক দিন আগেই করাচির জিন্নাহআন্তর্জাতিক বিমানবন্দরে জঙ্গি হামলায় ৩৭ জন নিহত হয়। এর রেশ ধরেই জঙ্গিনিধনে পাক ভূখণ্ডে ফের ড্রোন হামলা চালালো আমেরিকা।