চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

 

 

চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপি নবগঠিত ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময়সভা গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এমএম শাহজাহান মুকুল। সদর উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক হাজি মো. আব্দুল খালেকের সঞ্চালনায় উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন, আহ্বায়ক কমিটির সদস্য যথাক্রমে এবাদত হোসেন, ইলিয়াস হোসেন, মো. আব্দুর রাজ্জাক, আবু তাহের মণ্ডল, নূর নবী সামদানী. আহম্মদ আলী, শরিফ উদ্দীন বিশ্বাস ও মুন্সি আলাউদ্দীন। সভায় ইতোমধ্যে শুরু হওয়া সকল কার্যক্রমের বর্ণনা দেন কমিটির আহ্বায়ক। ওই কার্যক্রমে সকল সদস্য সন্তোষ প্রকাশ করে মতামত ব্যক্ত করেন এবং আগামীদিনে সদর উপজেলা বিএনপির সকল সদস্যের মতামতের ভিত্তিতে উপজেলার সাতটি ইউনিয়নের সকল ওয়ার্ড এবং ইউনিয়ন সম্মেলনের মাধ্যমে অল্প সময়ের মধ্যে সদর উপজেলা বিএনপির সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেসবিজ্ঞপ্তি।