চুয়াডাঙ্গায় ওজোপাডিকো বিদ্যুত কর্মচারীদের দুদিনব্যাপি আন্দোলন অব্যাহত

 

 

স্টাফরিপোর্টার: চুয়াডাঙ্গায় ওজোপাডিকো বিদ্যুৎ কর্মচারীদের দু’দিন ব্যাপী গেট মিছিল ও কর্মবিরতি পালনের মাধ্যমে আন্দোলন অব্যাহত রয়েছে । গত বুধবার ও বৃহ¯প্রতিবার সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত ওজোপডিকো বিদ্যুৎ শ্রমিক লীগের উদ্যোগে এ কর্মসুচী পালন করা হচ্ছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শ্রমিক-কর্মচারীদের দাবী বিদ্যুৎ রেয়াত, ১৮ মাসের বকেয়া এবং সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে ওভার টাইম বন্ধ করে দেয়ায় গেট মিছিল ও কর্মবিরতি পালন করা হচ্ছে। আন্দোলনের নেতৃত্ব দেন বিদ্যুৎ শ্রমিক লীগ সভাপতি নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। শ্রমিক কর্মচারীদের এ দাবীর বিষয়ে ওজোপাডিকো’র নির্বাহী প্রোকৌশলি বলেন, শ্রমিকদের অব্যাহত আন্দোলন ও কর্ম বিরতিতে আমার স্টেশন চালাতে বেগ পেতে হচ্ছে। কর্মচারীদের এ যোক্তিক দাবীর বিষয় আমি উর্ধ্বতন কর্তপক্ষকে অবহিত করেছি।