জীবননগরে তিনজনের হিটস্ট্রোকে মৃত্যু
স্টাফ রিপোর্টার: ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ পার্শ্ববর্তী এলাকার মানুষ। চুয়াডাঙ্গার জীবননগরে তীব্র গরমে তিনজনের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা সিনেমাহলপাড়ার একজনের মৃত্যুর কারণও অভিন্ন বলে জানিয়েছেন স্থানীয়রা। চুয়াডাঙ্গায় পরিবহন শ্রমিক ধর্মঘট ও ইজিবাইক মালিক শ্রমিক সমিতির সকল ধরনের যাত্রীবহন করা যান বন্ধের ঘোষণা চলায় রাস্তায় ভ্যাপসা গরমে যাত্রী সাধারণের নাভিঃশ্বাস উঠতে দেখা গেছে। অনেকেই অসুস্থ হয়ে সড়কের পাশের ছায়ায় বসে স্বস্তি খোঁজার চেস্টা করেন।
দেশে সর্বোচ্চ তাপমাত্রা গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। চলতি মরসুমে চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি ছুলেও গতকাল ভ্যাপসা গরমে অস্বস্তির মাত্রা ওঠে অসহনীয় মাত্রা। বাতাসে জলীয় বাস্পের মাত্রা বৃদ্ধি পাওয়ায় এবং বৃষ্টি না হওয়ার কারণে গতকাল চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ পার্শ্ববর্তী এলাকায় ভ্যাপসা অসনীয় গরম অনুভূত হয় বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
বাংলায় সাধারণতো ৮জুন বর্ষা আসে। এবার সপ্তাহখানেক বিলম্বে আগামী রোববার ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় বর্ষার বৃষ্টি পাওয়া যাবে। এরকমই পূর্বাভাস দিয়ে আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন, এ বর্ষা ছড়িয়ে পড়তে পারে সারাদেশে। সেদিন পর্যন্ত ভ্যাপসা গরম থেকে রক্ষা নেই দেশবাসীর।
জীবননগর ব্যুরো জানিয়েছে,তাপদহ আর অসহনীয় ভ্যাপসা গরমে অতিষ্ঠ এ উপজেলাবাসী। বেলা বৃদ্ধির সাথে সাথে গরমের হাত থেকে বাঁচতে মানুষ ছায়া-শীতল আশ্রয়ের খোঁজে বেড়িয়ে পড়ছে। তীব্র গরমের কারণে মাথা ব্যাথাসহ জ্বর সর্দি কাশি বৃদ্ধি পেয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ও তীব্র গরমে অসুস্থ হয়ে গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উল্লেখযোগ্য বিপুল সংখ্যক মানুষ চিকিৎসাসেবা নেয়াসহ ভর্তি হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. আবু হাসানুজ্জামান নূপুর জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাটাপোল গ্রামের মৃত আকুব্বর মণ্ডলের স্ত্রী হালিমা খাতুন (৬৫) হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও ভ্যাপসা গরমে আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অনন্তপুরের হাজি মজিবর রহমান ও একই ইউনিয়নের আন্দুলবাড়িয়া পশ্চিমপাড়ার শওকত আলী (৫০) ইন্তেকাল করেছেন বলে জানা গেছে। চুয়াডাঙ্গা জেলা আবহাওয়া অফিস জানায়, গতকাল এ জেলায় ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বাতাসে জলীয় বাস্পের পরিমাণ খুব কম থাকায় মানুষ বেশি অস্বস্তিবোধ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়ায় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এক কৃষকের মুত্য হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কৃষি ক্ষেতে কাজ করাকালে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কতব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এলাকাবাসী ও পারিবারিকসূত্রে জানা গেছে, আন্দুলবাড়িয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী সরদারের ছেলে শওকত আলী (৪৫) গতকাল বৃহস্পতিবার সকালে চাঁনপুর খালের ধারে মাঠে নিজ বরবটি ক্ষেতে বরবটি তোলাকালে আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ কৃষক শওকত আলী বাড়ি ফিরে আরো অসুস্থ হয়ে পড়লে স্বজনারা তাকে সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য বলে ঘোষণা করেন। সন্ধ্যা ৬টায় আন্দুলবাড়িয়া খাজা পারেশ সাহেবের রওজার ঈদগা ময়দানে জানাজা শেষে রওজা গোরস্তানে মরহুমের লাশ দাফন করা হয়।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি পশ্চিমা লঘুচাপ অবস্থান করছে যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিন-পশ্চিম মরসুমি বায়ু বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত অগ্রসর হয়েছে।রংপুর, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং অব্যাহত থাকতে পারে।সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।