মাথাভাঙ্গা মনিটর: ভারতেরউত্তরপ্রদেশে রক্ষকই দেখা দিল ভক্ষকের ভূমিকায়। থানার ভিতরেই ধর্ষণেরঅভিযোগ উঠলো চার পুলিশের বিরুদ্ধে। গতবুধবার রাতে এ ঘটনা ঘটে।নিগৃহীতা মহিলার অভিযোগের ভিত্তিতে চার পুলিশের বিরুদ্ধেই এফআইআর দায়ের করা হয়েছে।স্থানীয়হামিরপুর এলাকার এক ভদ্রমহিলা চার পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন।তিনি বলেন, স্বামীর মুক্তির বিষয়ে কথা বলতে তিনি রাত ১১টা ৩০মি. নাগাদপুলিশ স্টেশনে যান। ওই সময় থানায় এক সাব-ইন্সপেক্টর ছাড়া আর কেউই ছিলো না।সাব-ইন্সপেক্টর নিজের ঘরে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে আরো তিনকনস্টেবল এতে যোগ দেয়।অভিযোগের ভিত্তিতে সাব ইন্সপেক্টরকেগ্রেফতার করা হয়েছে। তবে অপর তিন অভিযুক্ত কনস্টেবল পলাতক।