স্টাফ রিপোর্টার: বিশ্বকাপশুরু হতে বাকি আরও কিছুক্ষণ। কিন্তু এরই মধ্যে বিশ্বকাপ শুরু হয়ে গেছেবাংলাদেশের জয়পুরহাটে! তাও আবার ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ দিয়ে! পাঠক অবাক হবেন না। সত্যিই গতকাল বৃহস্পতিবার জয়পুরহাটের আক্কেলপুরেঅনুষ্ঠিত হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ। তবে সেখানে ছিলেন নামেসি-আগুয়েরো,নেইমার-অস্কাররা। দুটি দলের ব্যানারে ভাগ হয়ে খেলেছেনআক্কেলপুর পৌর এলাকার পশ্চিম হাস্তাবসন্তপুর এলাকার বাসিন্দারা।দু দলের খেলোয়াড়েরা পরেছিলেন আর্জেন্টিনা-ব্রাজিলের জার্সি। তাদেরমাথার চুলেও ছিলো বিশ্বকাপ-সংক্রান্ত বিভিন্ন নকশার সমারোহ। খেলাটি মানেরদিক দিয়েও ছিলো যথেষ্ট উঁচুমানের। দর্শকদের মুগ্ধ করার সব অনুষঙ্গই ছিলোআক্কেলপুরের এ ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে।খেলার ফল নির্ধারিত হয়েছে টাইব্রেকারে। ১-১ গোলে অমীমাংসিত থাকার পররেফারির সিদ্ধান্তে টাইব্রেকারে নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। এতেআর্জেন্টিনার কাছে হেরে গেছে ব্রাজিল।খেলাপাগল আক্কেলপুরবাসী এই মুহূর্তে কাঁপছে বিশ্বকাপ উত্তেজনায়।বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে আয়োজিত এ খেলাটি প্রাণভরে উপভোগ করেছেনসবাই।