আনছারবাড়িয়া রেলস্টেশন পুনঃচালুর দাবিতে ফের রেলপথ অবরোধ

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনছারবাড়িয়া রেলস্টেশনটির স্বাভাবিক কার্যক্রম পুনঃ চালুর দাবিতে স্থানীয় জনতা রেলপথ অবরোধ করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ রেলওয়ে বিভাগের জেনারেল ম্যানেজার বিভাগীয় কর্মকর্তাদের সাথে খুলনা থেকে রাজশাহী অভিমুখে যাবার পথিমধ্যে আনছারবাড়িয়া রেলস্টেশন রক্ষা ও উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ আকস্মিক খবর পেয়ে স্টেশন চত্বরে রেললাইনের মাঝে লাল ফ্লাগ টানিয়ে রেলপথ অবরোধ করেন। জনতার অবরোধের মুখে রেলওয়ে বিভাগের কর্মকর্তাদের বহনকারী গ্যাংকারটি কিছু সময় স্টেশনের সামনে যাত্রাবিরতি করে। এ সময় কমিটির নেতৃবৃন্দ জেনারেল ম্যানেজারের নিকট আনছারবাড়িয়া রেলস্টেশনের স্বাভাবিক কার্যক্রম বন্ধ করায় ৫টি ইউনিয়নের প্রায় যাত্রী সাধারণের অবর্ণনীয় দুর্ভোগের কথা তুলে ধরেন।একমাত্র রেলপথ নির্ভরশীল জনসাধারণের স্বার্থে অবিলম্বে স্টেশনটির স্বাভাবিক কার্যক্রম পুনঃ চালুর দাবিতে জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরেররেলমন্ত্রী বরাবর ডিওলেটারসহ ৩ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন। আনছারবাড়িয়া রেলস্টেশন রক্ষা ও উন্নয়ন কমিটির সহসভাপতি মহাসীন আলী খান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজার আব্দুল আওয়াল ভুঁইয়ার হাতে এলাকার বিশিষ্ট ২৪৯ জন স্বাক্ষরিত স্মারকলিপি তুলে দেন। দাবিনামাগুলো হচ্ছে আনছারবাড়িয়া স্টেশনটির স্বাভাবিক কার্যক্রম অবিলম্বে চালু, ৭১৫/৭১৬ আন্তঃনগর সাগরদাড়ি ও কপোতাক্ষ ট্রেনটির যাত্রাবিরতি ও জরাজীর্ণস্টেশনটি আধুনিকায়ন। তিনি এ সময় কমিটির নেতৃবৃন্দসহ উপস্থিত জনতার দাবির মুখে আগামী এক সপ্তার মধ্যে বুকিং ক্লার্ক দিয়ে স্টেশনটির স্বাভাবিক কার্যক্রম চালু করার জন্য বিভাগীয় কর্মকর্তাকে নির্দেশ দেন। বিকেল পৌনে ৫টার দিকে তিনি রাজশাহীর উদ্দেশে আনছারবাড়িয়া স্টেশন ত্যাগ করেন। জেনারেল ম্যানেজারের সফর সঙ্গী ছিলেনরেলওয়ের প্রধান প্রকৌশলী মাহাবুবুল হক বক্সী, প্রধান সংকেত প্রকৌশলী আবুল কালাম আজাদ, চিফ ট্রাস্ট অফিসার মোরশেদুল আলম ও বিভাগীয় রেলওয়ে ম্যানেজার পষ্কজ কুমার সাহাসহ বিভাগীয় বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। আনছারবাড়িয়া রেলস্টেশন রক্ষা ও উন্নয়ন কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনকমিটির সহসভাপতি মহাসীন আলী খান, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ইউনিয়ন লোকমোর্চার সম্পাদক শেখ আব্দুল ওয়াদুদ, পল্লি চিকিৎসক ও ইউনিয়ন আওয়ামী লীগনেতা ডা. মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান, আন্দুলবাড়িয়া বাজার কমিটির সাবেক সভাপতি মির্জ্জা হাচিবুর রহমান পান্নুও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শেখ আতিয়ার রহমানসহ স্থানীয় জনতা।