মাথাভাঙ্গা মনিটর: কে হবেন ব্রাজিল বিশ্বকাপের সেরা খেলোয়াড়?তিনজনের সম্ভাব্য ছোট তালিকা করলেও তাতে নাম থাকে ব্রাজিলের সবচেয়ে বড় তারকানেইমারের। কিন্তু সেরা খেলোয়াড় হওয়া নেইমারের মূল লক্ষ্য নয়;তিনি চানব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে।
ব্রাজিলের হয়ে ৪৯ ম্যাচে ৩১ গোল করা নেইমারের বিশ্বকাপ অভিষেক হবে ক্রোয়েশিয়ারবিপক্ষে গতকাল বৃহস্পতিবারের ম্যাচ দিয়ে। এর আগে বুধবারের সংবাদ সম্মেলনে বিশ্বকাপ জয়ের স্বপ্নেরকথা শোনান ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের সবচেয়ে বড় ভরসা।আমি সেরা খেলোয়াড় হতে চাই না,আমি সর্বোচ্চ গোলদাতাও হতে চাই না..ব্যক্তিগতভাবেযা ঘটার ঘটুক, কিন্তু আমি সবচেয়ে বেশি চাই দলকে নিয়ে চ্যাম্পিয়ন হতে।এ লক্ষ্য পূরণে দেশের মানুষকে পাশে চান নেইমার। বিশ্বকাপের আগে কয়েকটি ম্যাচেদারুণ সব জয় পেয়েছে ব্রাজিল। তখন দলের পক্ষে উল্লাস ধ্বনি দিয়েছে সমর্থকরা। কিন্তুবিশ্বকাপের আগে সর্বশেষ প্রীতি ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়টা মন ভরাতে পারেনিব্রাজিলের মানুষের। ওই ম্যাচে নেইমারদের দুয়োদিয়েছে তারা।ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে সমর্থকদের দলের দ্বাদশ খেলোয়াড় উল্লেখ করেতাদের পাশে থাকার আহ্বান জানান নেইমার।দ্বাদশ খেলোয়াড়ের কাছ থেকে আমরা অনেক বেশি কিছু আশা করছি। তারাই কিন্তুআমাদের মূল খেলোয়াড় হতে পারে।সমর্থকদের পাশে পেলে ব্রাজিল আরো অপ্রতিরোধ্য হয়ে উঠবে বলেই বিশ্বাস ২২ বছরবয়সী বার্সেলোনা ফরোয়ার্ডের।সমর্থকরা যদি পুরো বিশ্বকাপে দলের পাশে থাকে,তাহলে ব্রাজিলকেহারানো কঠিন হবে।