মাথাভাঙ্গা মনিটর: খেলায়নার্ভাস হয়ে পড়লে মেসি বমি করেন বলে অভিযোগ করেছেন আর্জেন্টিনার কোচআলেজান্দ্রা সাবেলা। তিনি বলেছেন, আমি হিসেব করে দেখেছি এটা উত্তেজনা ছাড়াআর কিছুই না।সম্প্রতি এ আর্জেন্টাইন তারকা বেশ কয়েকটি খেলারমাঝে বমি করেছেন। সবশেষ স্লোভেনিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচেদুইবার অসুস্থ হয়েছেন মেসি।