মাথাভাঙ্গা মনিটর: অজ্ঞাত কারণে একেবারে শেষ মুহূর্তে পাকিস্তান সফর বাতিল করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন।করাচি বিমানবন্দরে তালেবান হামলারপর নিরাপত্তাজনিত কারণে সফরটি বাতিল করা হয়েছে বলে মনে করছে পাকিস্তান পররাষ্ট্রদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ কর্মকর্তারা। গত বুধবার মালদ্বীপেরপ্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের তিনদিনের সফরে ইসলামাবাদ যাওয়ার কথাছিলো।সফরে পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের এর সাথে বৈঠক ওইসলামাবাদের মালদ্বীপ দূতাবাস পরিদর্শনের কথা ছিলো ইয়ামিনের। এছাড়া পাকিস্তানেরবিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের সাথেও তার বৈঠক করার কথা ছিলো বলে দ্য ডনজানায়।ইয়ামিনের সফরের জন্য নিরাপত্তাসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিলোপাকিস্তান। কিন্তু শেষ মুহূর্তে মালদ্বীপ দূতাবাস থেকে পাকিস্তানের পররাষ্ট্রদপ্তরকে জানানো হয়, অনির্দিষ্ট কালের জন্য প্রেসিডেন্টের সফর স্থগিত করাহয়েছে।পাকিস্তান পররাষ্ট্র দপ্তরের সূত্রগুলো জানিয়েছে, কী কারণে সফরস্থগিত করা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানায়নি মালদ্বীপ দূতাবাস, তবে বিমানবন্দরেহামলাই সফর বাতিলের কারণ এমন ইঙ্গিত দেয়া হয়েছে।পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রতাসনিম আসলাম জানিয়েছেন, মালদ্বীপের প্রেসিডেন্ট আসবেন কীনা তা নিশ্চিত না করায় তারসফরসূচী চূড়ান্ত করা হয়নি।