সাইদুর রহমান: শিক্ষার অধিকার সবার সমান। আর তাই প্রতিবন্ধী শিশুরা যেনো এ অধিকার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এ স্লোগানকে সামনে রেখে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে সিনেমা হলপাড়ায় পুরাতন পাবলিক লাইব্রেরি প্রত্যাশার প্রকল্প অফিসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, স্কুলে যাতায়াতের টাকা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
জানাগেছে, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ডিআরআরএ ও এসএলএফ নেদারল্যান্ডের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, স্কুলে যাতায়াতের টাকা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানের আলোচনা পর্বে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জৌয়ার্দ্দার টোটন, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়ার রহমান, জুড়ানপুর ইউপির চেয়ারম্যান ইদ্রিস আলী, প্রত্যাশার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন প্রমুখ। চুয়াডাঙ্গার ৭০ জন প্রতিবন্ধী শিশুর মাঝে শিক্ষা উপকরণ খাতা, কলম, ব্যাগ প্রদান ও ৩০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে স্কুলে যাতায়াতের জন্য নগদ ৬ শত করে টাকা প্রদান এবং ৬ জন খিচুনিতে আক্রান্তকে ওষুধ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রত্যাশার সহকারী সমন্বয়কারী আরিফুর রহমান, সার্বিক সহযোগিতায় ছিলেন হামিদুল ইসলাম, মহিবুল হাবীব, নুরুজ্জামান, শারমীন, বিপুল ও রুবেল হোসেন।