মাথাভাঙ্গা মনিটর: অবশেষে সব শঙ্কা কাটিয়ে মাঠে ফিরলেন ক্রিশ্চিয়ানোরোনালদো। আর এতে বিশ্বকাপের শেষ প্রস্তুতিমূলক ম্যাচে বড় জয় নিশ্চিত করলোপর্তুগাল। নিউ জার্সিতে তারা ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে রিপাবলিক অবআয়ারল্যান্ডকে। ২৪ মে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পর ইনজুরিতে পড়েনরিয়াল মাদ্রিদের উইঙ্গার রোনালদো। বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচে দেশেরহয়ে আগের দু ম্যাচে মাঠ নামতে পারনেনি তিনি। এতে তার দল একটি ম্যাচেও জয়পায়নি। শঙ্কা ছিলো শুরু থেকেই বিশ্বকাপের ম্যাচে মাঠে নামতে পারবেন কি-না।তবে মঙ্গলবার তিনি দারুণভাবে মাঠে ফিরলেন। মাঠে কাটালেন ৬৬ মিনিট। আর তারছোঁয়ায় এ বড় জয় নিশ্চিত করেছে পর্তুগিজরা।