মাথাভাঙ্গা মনিটর: গেল বিশ্বকাপে একের পর এক ম্যাচের ফলাফলের সঠিক ভবিষ্যদ্বাণী করেরীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলো এক ‘অমানব’ পণ্ডিত৷ বিশ্বজুড়ে তারকা খ্যাতিপেয়েছিলো জার্মান এক অক্টোপাস ‘পল’৷ কদিন আগেই শোনা গেল পলের উত্তরসূরিহয়ে আসছে কয়েকটি চীনা পান্ডা! এবার শোনা গেল,জ্যোতিষী হিসেবে হাজিরহচ্ছে সুইজারল্যান্ডের গিনিপিগ ‘মাদামে শিভা’।
২০ মাস বয়সী গিনিপিগএরই মধ্যে কাজে নেমে পড়েছে। প্রথম অ্যাসানইনমেন্ট হিসেবেসুইজারল্যান্ড-ইকুয়েডরের ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছে। মাদামে শিভারভবিষ্যদ্বাণী অনুযায়ী,ই-গ্রুপের প্রথম এ ম্যাচে জিতবে সুইজারল্যান্ড।কীভাবে সে পূর্বানুমান করলো?ছোট্ট একটি মাঠে গিনিপিগটি ছেড়ে দেয়া হলো।মাঠের এক প্রান্তে ছিলো সুইজারল্যান্ড,আরেক প্রান্তে ইকুয়েডর। অভ্যাসবশতমাঠ কিছুক্ষণ শুঁকে মাদামে শিভা চলে গেল সুইস প্রান্তে। ব্যস,হয়ে গেলভবিষ্যদ্বাণী। সুইজারল্যান্ডের সাবেক কোচ গিলবার্ট গ্রেস পুরো বিষয়টি দেখেবলেছেন, গত রোববারের ম্যাচে যখন সুইজারল্যান্ড ইকুয়েডরকে হারাবে,তখন তারভবিষ্যদ্বাণী মিলে যাবে।মাদামে শিভার পরবর্তী কাজ ফ্রান্সের বিপক্ষে সুইজারল্যান্ডের ম্যাচেরভবিষ্যদ্বাণী করা। এরপর করবে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচেও। সুইসরা যতো সামনেএগুবে,মাদামে শিভার কাজ তত বেড়ে যাবে। অর্থাৎ কেবল সুইজারল্যান্ডেম্যাচেই সে ভবিষ্যদ্বাণী করবে। এএফপি