জীবননগরে ফেনসিডিলসহ মিন্টু গ্রেফতার

 

 

জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ গতকাল বুধবার জীবননগর হাসপাতালপাড়ায় অভিযান চালিয়ে ফেনসিডিল,মদসহ মিন্টুকে গ্রেফতার করেছে।

পুলিশসূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেল ৪টার দিকে জীবননগর থানার এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর হাসপাতালপাড়ার মিন্টুর বাড়িতে অভিযান চালিয়ে ১৮০ বোতল ফেনসিডিল, ১বোতল মদসহ মৃত মোজাফফর হোসেনের ছেলে মিন্টুকে (২৫) হাতেনাতে গ্রেফতার করেন। এ ব্যাপারে কিছু কথিত সাংবাদিক আসামিকে ছাড়ানোর জন্য থানায় ব্যাপক অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসেন। আজ বৃহসপতিবার আসামি মিন্টুকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে হাজির করা হবে।