চুয়াডাঙ্গায় প্রশাসনের ফরমালিন বিরোধী অভিযান অব্যাহত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় প্রশাসনের ফরমালিন বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জে একটি আমের গোডাউনে ফরমালিন বিরোধী অভিযান পরিচালনা করা হয়। তবেফরমালিন কিটস দিয়ে পরীক্ষার পর আম থেকে ফরমালিনের কোনো অস্তিত্ব পাননি কর্মকর্তারা।

দেশব্যাপি অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলাতেও প্রশাসনের সহায়তায় ফরমালিন বিরোধী কার্যক্রম চলছে। এর মধ্যে বেশকিছু স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ও মালামাল বিনষ্ট করেছেন। ফরমালিন বিরোধী অভিযান পরিচালনা হওয়ায় সাধারণ জনগণ প্রশাসনকে ধন্যবাদ এবং অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন। অভিযানের অংশ হিসেবে প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার বিকেলে কেদারগঞ্জের কুদ্দুস মহলদারের আমের গোডাউনে ফরমালিন বিরোধী অভিযান পরিচালনা করা হয়। ফরমালিন কিটস দিয়ে পরীক্ষার পর আম থেকে ফরমালিনের কোনো অস্তিত্ব পাননি বলে কর্মকর্তারা জানান। ফরমালিন বিরোধী অভিযানে দায়িত্ব পালন করেন জেলা মার্কেটিং অফিসার মো. আব্দুর রহিম ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ।