মাথাভাঙ্গা মনিটর: ভারতের গঙ্গা নদীকে দূষণমুক্ত করতে পদক্ষেপ নিচ্ছে নরেন্দ্র মোদীরনেতৃত্বাধীন ভারতের নতুন সরকার। পদক্ষেপের অংশ হিসেবে গঙ্গায় থুতু বাযেকোনো ধরনের বর্জ্য ফেলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রস্তাবিত একআইন অনুযায়ী এখন থেকে গঙ্গায় থুথু, বর্জ্য নিক্ষেপ, পলিথিন ফেলা হলে তাহবে শাস্তিযোগ্য অপরাধ। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তিন বছরের কারাদণ্ডঅথবা ১০ হাজার রুপি জরিমানা করা হবে। যদিও এ আইনটিতে কেন্দ্রীয় পানি সম্পদমন্ত্রণালয়ের অনুমোদন লাগবে।