আলমডাঙ্গা ব্যুরো:মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস ঘোষিত আলমডাঙ্গা উপজেলা ও পৌরবিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে আলমডাঙ্গা হারদী ইউনিয়ন বিএনপিগতকাল বুধবার বিকেলে ভোলার মোড়ে বিক্ষোভ সমাবেশ করে।হারদী ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধানঅতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাজি ইফতেখারুজ্জামান লুডু খান।
আলমডাঙ্গা উপজেলা বিএনপির ঘোষিত আহ্বায়ক কমিটি নিজেরইচ্ছামতো ও ত্যাগি নেতাদের বাদ দিয়ে গোপনে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে এবিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।বক্তব্য রাখেনহারদী ইউনিয়ন বিএনপি নেতাজমিরউদ্দিন, আবু হামজার মালিথা, রবিউল ইসলাম, শফিকুল ইসলাম বুলু, ডাবু, আব্দুস সাত্তার, শহিদুল মেম্বার,দাউদ আলী, নজরুল ইসলাম, লতিফ,শুকুর আলী,রেজাউল হক,হবিবার রহমান,আজগর,আমির,নুর হক গডেন,তাজউদ্দিন,বাকিবিল্লা,দাউদ আলী, গোলাম হোসেন, সৌরব আক্তার প্রমুখ।