আজ দেশে ফিরছেন সেই সাত নাবিক

 

স্টাফ রিপোর্টার: সোমালিয়ারজলদস্যুদের হাতে সাড়ে তিন বছরের বেশি সময় ধরে বন্দি থাকা সাত বাংলাদেশীনাবিক আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিতকরেছে।মন্ত্রণালয়ের বহিঃ অনুবিভাগ থেকে বলা হয়েছে, আজবৃহস্পতিবারএমিরিটাসের একটি ফ্লাইটে (ইকে-৫৮২) সকাল ৮টা ৪০ মিনিটে সাত নাবিকের ঢাকারশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। সেখানে পররাষ্ট্রমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের গ্রহণ করবেন।সোমালীয়জলদুস্যুদের জিম্মিদশা থেকে গত ৬ জুন মুক্তি পাওয়া সাতক্ষীরা সদর উপজেলারফিংড়ি ইউনিয়নের সুলতানপুরের গোলাম মোস্তফা, ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুরগ্রামের হাবিবুর রহমান, একই গ্রামের নূরুল হক, সাতক্ষীরার আশাশুনিরকুল্যার আবুল কাশেম, চাঁদপুর জেলার লিমন সরকার এবং চট্টগ্রামের আমিনুলইসলাম ও জাকির হোসেন দেশে পা রাখবেন।
প্রসঙ্গত, মালয়েশিয়ার পতাকাবাহীএমভি আলবেদো থেকে গত ২০১০ সালের ২৬ নভেম্বর তাদের অপহরণ করেছিলো সোমালীয়জলদস্যুরা। এরপর থেকে তাদের হাতেই বন্দি ছিলো এ বাংলাদেশি জলদস্যুরা।জাতিসংঘেরমাদক ও অপরাধ বিভাগ (ইউএনওডিসি) এবং কেনিয়ার রাজধানী নাইরোবিস্থ বাংলাদেশদূতাবাসের সহায়তায় কোনো রকম মুক্তিপণ ছাড়াই এ নাবিকদের মুক্ত করা হয়েছে।