আলমডাঙ্গা ব্যুরো: অবশেষে আলমডাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় ৮ বছরের শিশু আরিফ খুঁজে পেলো তার আপন ঠিকানা।পুলিশের মাধ্যমে হারিয়ে যাওয়া ছেলের সংবাদ পেয়ে আরিফের মা-বাপ জামালপুর জেলার পল্লিথেকে আলমডাঙ্গায় ছুটে আসেন। গত ৫ দিন পূর্বে আরিফ কৌতুহলবশত অভিভাবকের অগোচরে ট্রেনে চড়ে আলমডাঙ্গায় আসে।
জানাগেছে,জামালপুর জেলার সরিশাবাড়িয়া থানার স্থল গ্রামের আব্দুল আজিজ ও ফাতেমা খাতুনের ছেলে আরিফ। আরিফের বয়স মাত্র ৮বছর।কৌতুহলবশত সে সকলের অগোচরে ট্রেনে ওঠে। ট্রেন জার্নি শিশু আরিফের বেশ ভালো লেগে যায়।দীর্ঘ সময় ট্রেনে চড়েও তার সাধ মেটে না।ঘণ্টার পর ঘণ্টা চলার পর ট্রেন এক সময় আলমডাঙ্গা স্টেশনে থামলে সে প্লাটফর্মে অনেকের সাথে নামে। উদ্দেশ্যবিহীন ঘুরতে থাকে। তার আচরণ লক্ষ্য করে মৃত নিহার মণ্ডলের ছেলে আলমডাঙ্গা ওয়াপদা কলোনিতে বসবাসরত মজনু মিয়া তাকে ডেকে পরিচয় জানতে চায়।সবকিছু জানার পর মজনু তাকে নিজ বাড়িতে সাথে করে নিয়ে যান।ওই দিনই তিনি ঘটনাটি আলমডাঙ্গা থানা পুলিশে জানান। আলমডাঙ্গা থানা পুলিশ হারিয়ে যাওয়া শিশুটির বাড়ির নিকটবর্তী পুলিশ স্টেশনকে অবহিত করে বিষয়টি। পুলিশ মারফত সংবাদ পেয়ে ৫ দিন পর গতকাল দুপুরে আরিফের বাপ-মা আলমডাঙ্গা থানায় উপস্থিত হন।