স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফুটবল উপলক্ষে যশোর শহরের বিভিন্ন স্থানে টাঙানো বিদেশি পতাকানামিয়ে ফেলা হচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে টাঙানো ভিন্ন দেশের পতাকা নামাতে জেলাপ্রশাসনের নির্দেশ জারির পর গতকাল মঙ্গলবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায়টাঙানো প্রায় সব পতাকা নামিয়ে ফেলা হয়েছে। তবে সন্ধ্যার পরও শহরেরকয়েকটি বাড়ি ও ভবনে বিদেশে পতাকা উড়তে দেখা গেছে।যশোরের জেলাপ্রশাসক মোস্তাফিজুর রহমান গত সোমবার সন্ধ্যায় শহরে টাঙানো পতাকাপরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে নির্দেশ দেন। এ ছাড়াও স্থানীয়গণমাধ্যমের কার্যালয়ে একটি বিজ্ঞপ্তিও পাঠানো হয়। আজ সন্ধ্যা ৬টার দিকেএ সময়সীমা শেষ হয়েছে। উপজেলা পর্যায়ে পতাকা নামাতে আজ বুধবার বিকেল৫টা পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে।
এ বিষয়ে গত সোমবার সন্ধ্যায় তথ্য অধিদপ্তরের প্রচারমাইকে যশোর শহরেএবং গতকাল সারা দিন জেলার আট উপজেলার বিভিন্ন এলাকার মাইকে প্রচার চালানোহয়েছে। প্রচারের পর থেকে যশোর শহর ও উপজেলা সদরের বিভিন্ন এলাকায় অনেককেবিদেশি পতাকা নামাতে দেখা গেছে।ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পতাকা বিধিমালা ১৯৭২-এর বিধি ৯(৪) অনুযায়ী দেশের অভ্যন্তরে কোনোভবনে বা যানবাহনে কোনো বিদেশি পতাকা উত্তোলন করা যাবে না।