ভোলার চরফ্যাশনে বাস চাপায় নিহত ৬

 

স্টাফ রিপোর্টার: ভোলারচরফ্যাশনের জনতা বাজারে গতকাল মঙ্গলবার রাতে শুভ পরিবহনের একটি যাত্রীবাহী বাসেরচাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হাটের লোকজনকে চাপা দিলে ঘটনাস্থলেই ৬জন নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন কাঞ্চন, হাবিব, আজিজ, আমির হোসেন, আনিসমাঝি, অন্য জনের নাম জানা যায়নি। আহত হয়েছেন আরো ১৮ জন। আহতদের অবস্থাওআশঙ্কাজনক।  ঘটনার পর পর উত্তেজিত জনতা ওই বাসে আগুনধরিয়ে দেয়। রাস্তায় বেরিকেড দিয়ে চলাচল বন্ধ করে দেয়। এদিকে ফায়ারসার্ভিসের টিম আগুন নেভাতে হেলে উত্তেজিত জনতা ফায়ার সার্ভিসের গাড়িওভাংচুর করে। এদিকে আহতদের  চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।চরফ্যাশন থানার ওসি জানান, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।