প্রতিরক্ষা বাজেটের তথ্য প্রকাশের আহ্বান টিআইবি’র

 

স্টাফ রিপোর্টার:প্রতিরক্ষাখাতে বাজেটের বরাদ্দ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেদুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। “ভবিষ্যতে প্রতিরক্ষা ব্যয়ের বিশদ তথ্য প্রকাশ করা হবে,” জাতীয় সংসদেঅর্থমন্ত্রীর এমন বক্তব্যের প্রেক্ষিতে সংস্থাটি সংসদের বর্তমান অধিবেশনেইপ্রতিরক্ষা খাতের বাজেটের তথ্য প্রকাশের এ আহ্বান জানায়। গতকাল মঙ্গলবার একবিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রতিরক্ষাখাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় টিআইবি অনেকদিন ধরেই দাবি জানিয়েআসছে। ভবিষ্যতের জন্য ঝুলিয়ে না রেখে বর্তমান বাজেট অধিবেশনেই প্রতিরক্ষাবাজেটের বিস্তারিত তথ্য প্রকাশ করা হলে প্রতিরক্ষা ব্যয়ের ব্যাপারেজনসমর্থন বৃদ্ধি পাবে।বিবৃতিতে আরো বলা হয়, জনস্বার্থেই যেহেতু জনগণেরঅর্থ প্রতিরক্ষা খাতে ব্যায় হয়, সেহেতু মুক্ত আলোচনার স্বার্থে এবং অধিকতরজনআস্থা তৈরীতে কালক্ষেপণ না করে প্রতিরক্ষা ব্যয়ের বিস্তারিত তথ্য প্রকাশকরা অপরিহার্য।প্রতিরক্ষা বাজেট নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিতসংসদীয় স্থায়ী কমিটিতে বাজেট এবং তার ব্যয়ের ওপর নিয়মিত পরিবীক্ষণেরসংস্কৃতি শুরু করার আহ্বান জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, প্রতিরক্ষা সংক্রান্ত ক্রয়ে দুর্নীতির সুযোগ কমানোর জন্য পর্যাপ্ত সংসদীয়তদারকি নিশ্চিতকরণে প্রতিরক্ষা ক্রয় সংক্রান্ত সংশ্লিষ্ট  আইনের সংস্কারজরুরি।