মাথাভাঙ্গা মনিটর: মোবাইলফোন অপরিহার্য বিষয়েই পরিণত হয়েছে এবং ছেলেরা সেটাকে তাদের প্যান্টেরপকেটেই রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। অথচ ব্রিটেনের এক্সেটর বিশ্ববিদ্যালয়েরবিজ্ঞানীরা বলছেন, এতে করে পুরুষত্বহীনতার আশঙ্কা রয়েছে। মোবাইলফোনেরইলেকট্রম্যাগনেটিক তেজস্ক্রিয়তায় বীর্যের চলাচল আট শতাংশ কমে যেতে পারে।বিশেষজ্ঞরা ১ হাজার ৪৯২ জন পুরুষ ব্যক্তির ওপর ১০টি সমীক্ষা চালানোর পর এই সিদ্ধান্তে পৌঁছেছেন।সমীক্ষায়বলা হয়, বিশ্বের প্রাপ্তবয়স্কদের বেশির ভাগ সদস্যই এখন মোবাইলফোনেরমালিক। আর এ ধনী দেশগুলোর ১৪ ভাগ দম্পতি সন্তান ধারণ করতে কঠিনপরিস্থিতিতে পড়ছেন।সমীক্ষাদলের প্রধান ড. ফিওনা ম্যাথুজ অবশ্য বলেছেন, এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরো কিছু সময় দরকার।