ক্রীড়াপ্রতিবেদক: চুয়াডাঙ্গায় নাইটিঙ্গেল প্রিমিয়ার লিগ (এনপিএল)৪র ট্রফি প্রদর্শন ও টিম নিলাম হবে আগামী ১৩ জুন শুক্রবার সকাল ৯টায়। চুয়াডাঙ্গা ঐতিহ্যবাহী টাউনক্লাব ফুটবল মাঠে এনপিএলপ্রতিযোগিতায় যে সকল ক্রিকেটাররা অংশগ্রহণ করবে তাদের উপস্থিতিতে ট্রফি প্রদর্শন ও টিম নিলাম হবে। ট্রফি প্রদর্শন ও টিম নিলাম অনুষ্টানে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির সভাপতি ও এনপিএল চেয়ারম্যান চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, এনপিএলের কো-চেয়ারম্যান চুয়াডাঙ্গা ওয়ালটন এক্সক্লুসিভ ডিলার মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, টুর্নামেন্টের সদস্য সচিব শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নইম হাসান জোয়ার্দ্দার ও মিডিয়া পাটনার দৈনিক মাথাভাঙ্গারপক্ষে বার্তা সম্পাদক ছড়া সম্রাট আহাদ আলী মোল্লা।
টিম নিলামে(টিম ক্রয় করতে) অংশগ্রহণ ইচ্ছুক সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১৩ জুন শুক্রবার সকাল ৯টার মধ্যে চুয়াডাঙ্গা টাউন ফুটবলমাঠে হাজির হয়ে প্রতিযোগিতার চেয়ারম্যান ও কো-চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার অনুরোধ করা গেল। উল্লেখ্য চুয়াডাঙ্গায় আইপিএলের আদলে চুয়াডাঙ্গার ঐতিহাসিক স্থান ও এলাকার নাম অনুসারে ৮টি টিম গঠন করা হয়েছে। টিম গুলো হলো: ১.ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংস্ ২. ফ্রিডম ফাইটার আট কবর ৩. কিংস্ ইলেভেন জীবননগর ৪.রয়েল চ্যালেঞ্জার নাগদহ,৫.সানরাইজার দশমাইল, ৬.আলমডাঙ্গা নাইট রাইর্ডাস ৭. দর্শনা ডেয়ার ডেভিল্স ও ৮. চুয়াডাঙ্গা রয়েল্স। ১৬সদস্যের প্রতিটি দলে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ৮ জন করে খেলোয়াড় থাকবে এবং বাকী ৮জন চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা যাদের বয়স অনূর্ধ্ব-১৬ তারা অংশগ্রহণ করতে পারবে।