স্টাফ রিপোর্টার: প্রায় ৮ বছর ধরে বিয়ের আশ্বাস দিয়ে দেহভোগ করলেও বিয়ের দাবি তোলার সাথে সাথে চাকরি থেকে সরিয়ে দেয়া হয়েছে কুলসুম বেগমকে। চুয়াডাঙ্গা মালোপাড়ার ওয়েভ ফাউন্ডেশনের রাঁধুনী কুলসুমকে গত ৬ জুন বিদায় করে দেয়া হয়েছে। অথচ; অভিযুক্ত পিয়ন মিন্টু সেখানে বহাল তবিয়তেই আছেন।
চুয়াডাঙ্গা সাদেক আলী মল্লিকপাড়ার মৃত নিয়ত আলী শেখের মেয়ে কুলসুম বেগম চুয়াডাঙ্গা মালোপাড়ার ওয়েভ ফাউন্ডেশন ট্রেনিং সেন্টারে চাকরি করতেন। বছর ৮ আগে একই অফিসের পিয়ন মিন্টুর সাথে তার মন দেয়া-নেয়া হয়। মিন্টু বিয়ের আশ্বাস দিয়ে কুলসুমের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। আজ-কাল করে করে বিয়ের কথা বলে ঘোরাতে থাকেন। কুলসুম এ ব্যাপারে অফিসে অভিযোগ করেন। ফলে অফিস তাকে গত ৬ জুন চাকরি থেকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। কুলসুম অভিযোগ করে বলেছেন, মিন্টু বিয়ের আশ্বাস দিয়ে প্রতি মাসে ২ হাজার টাকা করে নিতো। মিন্টু বলতো আমরাতো বিয়ে করবোই, সেকারণে টাকা জমিয়ে একটা জমি কিনতে হবে। কুলসুম সরল মনে বিয়ের আশ্বাস বিশ্বাস করলেও তিনি প্রতারিত হয়েছেন বলে মাথাভাঙ্গায় অভিযোগ করেছেন।