স্টাফ রিপোর্টার: যশোরের বাঘারপাড়া উপজেলার নরসিংহপুর গ্রামে একই রশিতে ঝুলে একনবদম্পতি আত্মহত্যা করেছেন। সম্পর্কের বিয়ে মেনে না নেওয়ায় তারা গলায়ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তারা হলেন নরসিংহপুর গ্রামেরনজিবুল ইসলামের ছেলে সেলিম হোসেন (২২) ও তার স্ত্রী নাসরিন (১৯)। নাসরিনেরবাবার বাড়ি পটুয়াখালী জেলায়।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়ানাতদন্তের জন্যে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালমর্গে পাঠায়।সেলিমহোসেনের ভগ্নিপতি কামাল হোসেন হাসপাতালে সাংবাদিকদের জানান, সেলিম ঢাকায়শ্রমিকের কাজ করার সময় তৈরি পোশাকশিল্পে কর্মরত নাসরিনের সাথে প্রেমেরসম্পর্কে জড়িয়ে পড়েন। মাস তিনেক আগে তারা বিয়ে করেন। কিন্তু পরিবারেরসদস্যরা তাদের এ বিয়ে মেনে নেননি। এ কারণে তারা এক আত্মীয়ের বাড়িতেবসবাস করছিলেন। সম্প্রতি তারা বাঘারপাড়ার নরসিংহপুরের বাড়িতে আসেন।কিন্তু পরিবারের সদস্যরা তাদের মেনে না নেওয়ায় গতকাল মঙ্গলবার দুপুরে ঘরেরআড়ার সাথে একই দড়ির দু মাথায় দু জন ঝুলে আত্মহত্যা করেন।