মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানের জালালাবাদ শহরের একটি আদালতকক্ষে আত্মঘাতী বিস্ফোরণঘটানোর চেষ্টা করেছে তিন জঙ্গি। তবে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণঘটানোর আগেই ওই তিন জনকে নিরাপত্তাকর্মীরা গুলি করে হত্যা করেন।নিহত হওয়ার আগে পুলিশের সাথে হামলাকারীদের গুলিবিনিময় হয়। এতে পুলিশসহ কমপক্ষে চার ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।বিস্ফোরক পোশাক পরিহিত তিন ব্যক্তি বন্দুকনিয়ে আদালতকক্ষে হামলা চালায়। তাদের পোশাকের ভেতর থাকা বিস্ফোরকগুলোরবিস্ফোরণ ঘটানোর আগেই তাদের মেরে ফেলা হয়।আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকেগতকাল সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় বেহসুদ জেলার একটি পুলিশ ঘাঁটিরবাইরে গাড়ি পার্কিং এলাকায় তিনজন আত্মঘাতী হামলাকারী হামলা চালিয়েছে।এতে এক পাহারাদার নিহত হন এবং পাঁচটি ট্রাক পুড়ে যায়।