স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ির গহীন অরণ্যথেকে আরও অস্ত্র ও গোলা উদ্ধার করা হয়েছে। গতকালসোমবার সকালে সংরক্ষিত বনাঞ্চলেরপাহাড়ি একটি টিলার গর্ত থেকে একটি মেশিনগানের ব্যারেল ও ৫৬টি কামানবিধ্বংসী গুলি ও ৬৩৩টি এসএমজির গুলি উদ্ধার করে ৱ্যাব। এর আগে গত ৩রা জুনগোপন সংবাদের ভিত্তিতে সাতছড়ির বিভিন্ন টিলায় অভিযান চালায় ৱ্যাব।টিলাগুলোতে মোট সাতটি বাঙ্কারের সন্ধ্যান পাওয়া যায়। এসময় এগুলো থেকে ভারীঅস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় চুনারুঘাট থানায় পৃথক দুটিমামলা করা হয়।